তোহফা-এ-রহমানিয়াহ লকেট

25,555.00৳ 

(9 customer reviews)

9 reviews for তোহফা-এ-রহমানিয়াহ লকেট

  1. উম্মে জামিল উম্মু

    গুরুজির কাছ থেকে সার্ভিস নিয়ে আমি আলহামদুল্লিহ্ অনেক উপকার পেয়েছি। কিছু ব্যক্তিগত সমস্যাও আল্লাহ্ ইচ্ছায় গুরুজির উছিলায় সমাধান হয়েছে ।

  2. Md.shamsul Haq

    আলহামদুলিল্লাহ। আমি তৌহফায়ে রহমানিয়া ব্যবহার করে আললাহর অশেষ রহমতে অনেক উপকৃত হয়েছি।

  3. Md.shamsul Haque

    আলহামদুলিল্লাহ। ম্যাজিক নং১& ম্যাজিক নং,আধ্যাতিক দর্শন, রুহের চিঠি, অদ্ভুত বচন, জিন শাস্র চালান শাস্র, এইগুলো ব্যবহার করে আললাহর অশেষ রহমতে গুরুজির উছিলায় অনেক উপকৃত হয়েছি। আলহামদুলিল্লাহ।

  4. মোঃসামছুল হক

    আলহামদুলিল্লাহ। গুরুজির জিন শাসএ, চালান শাসএ, রুহের চিঠি, ম্যাজিক নং১&২, আধ্যতিক দর্শন, অদ্ভুত বচন, ব্যবহার করে আললাহর অশেষ রহমতে গুরুজির উছিলায় অনেক উপকৃত হয়েছি। আলহামদুলিল্লাহ।

  5. আবদুল্লাহ, শাহজাদপুর, সিরাজগঞ্জ

    গুরুজির সুপার মেগা ক্লাস গুলো করে কিছু অসম্ভব কাজ গুলোকে , সুন্দর ভাবে সমাধান করেছি। আলহামদুলিল্লাহ। এই কঠিন সময় এমন গুরু পাওয়া সত্যি সৌভাগ্য।

  6. আশিক

    গুরুজীর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন আল্লাহ আপনাকে কল্পনাতীত প্রদান করবেন। আমি রহমানিয়া লকেট নিয়েছি কয়েক মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি এবং পাচ্ছি। তবে ইয়াকিন থাকতে হবে এবং গুরুজীর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে হবে, অন্যথায় আপনার নিজের অন্তরের কালিমা থাকার জন্য আপনি ফায়দা পাবেন না। আমাদের ভাগ্য যে বর্তমান সময়ে এরকম একজন গুরুর সান্নিধ্য আমরা পাচ্ছি।

  7. Mostofa Kamal Porosh (verified owner)

    জীবন পরিবর্তনকারী লকেট এটি, গুরুজির থেকে লকেট টি নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি এবং সবসময় উপকার পেয়ে যাচ্ছি । দিন যাচ্ছে তোফায়ে রহমানিয়া লকেট এর কার্য ক্ষমতা যেন বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক অনেক কৃতজ্ঞতা গুরুজি সাইফুল্লাহ মানসুর ওরফে আব্দুর রহমান এর কাছে।

  8. Fahim

    তোহফায়ে রহমানিয়া লকেট হাতে পেয়েছি। অত্যান্ত অধুনিক এবং উন্নতমানের যা হাতে পাওয়ার পরে বুঝতে পরছি। এটি একটি লাক্সারি বক্সে প্রদান করা হয়েছে এবং। অত্যান্ত সুন্দর এবং প্রিমিয়াম লুকিং।আমি ১০০% সন্তুষ্ট।

  9. Ashikur Rahman

    আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ তা’আলার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ্ তা’আলা গুরুজির ওসিলায় এই তোহফা-এ-রহমানিয়া ধারণ করার নসিব করেছেন।
    এই তোহফা-এ-রহমানিয়ার ব্যাপারে বলে শেষ করতে পারবো না। তাই যারা আমার এই রিভিওটা দেখবেন তাদের শুধু একটা কথাই বলবো – ভাই, এইটা অর্জন করা বা ধারণ করতে পারার জন্যও আল্লার অনেক রহমতের প্রয়োজন। শয়তান আপনার মনে নানান ভাবে ওয়াসওয়াসা দিবে যেন আপনার এটা ধারণ করার ভাগ্য না হয়। কিন্তু ভাই আপনি যদি অসংখ্য সমস্যায় জর্জরিত থাকেন, আল্লার উপর ইয়াকিন রেখে গুরুজির আল্লার রহমত, গুরুজির জাগ্রত করা এই অমান লকেট ধারণ করে দেখুন, আপনার জীবন আর সমস্যার পরিবর্তন দেখে আপনি আল্লার কাছে শুকরিয়ায় মাথা নত করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ্। আল্লাহ্ তা’আলা গুরুজিকে শত শত বছরের নেক হায়াত দিয়ে আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক।(আমিন)

Add a review

Your email address will not be published. Required fields are marked *

RELATED PRODUCTS